সাকিবকেও ছাড়লেন না কঙ্গনা

0
121
Kangana-Sakib-dro-21-11-2020-p5
সাকিব-কঙ্গনা

দ্রোহ স্পোর্টস ডেস্ক

কলকাতায় একটি মন্দিরে কালীপূজায় উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসানকে নিয়ে এবার মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

সাকিবের বিষয়টি নিয়ে ভারতের টাইমস নাউ পত্রিকার একটি নিউজ শেয়ার করে কঙ্গনা হিন্দিতে লেখেন, ‘কেন মানুষরা মন্দিরকে ভয় পাচ্ছে? এর কারণ কী? যদি হিন্দুরা সারা দিন মসজিদে থাকে তবু রামের নাম তাদের হৃদয়ে থাকবে।’

যেখানেই বিতর্ক সেখানেই পাওয়া গেছে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওতকে। বেফাঁস মন্তব্য করে যেকোনও পরিস্থিতি উস্কে দেওয়ায় বেশ নাম রয়েছে এই অভিনেত্রীর।

অনেকে মনে করছেন, বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে কথা বলে নিজেকে সব সময় আলোচনায় রাখতে চান কঙ্গনা।