আজ নায়ক রাজ-রাজ্জাকের মৃত্যুদিন

0
115
Razzak-Dro-22-8-p-3
চিত্রনায়ক রাজ্জাক- ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

২০১৭ সালের এই দিনে বাংলার চলচিত্র জগতের উজ্জল নক্ষত্র নায়করাজ রাজ্জাক মৃত্যুবরণ করেছিলেন। আজ তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীর দিন। তিনি সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন। তাকে হারিয়ে চলচ্চিত্র জগৎ আজ হযে পড়েছে অভিভাবক শূন্য।

নায়করাজ রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকীর দিনে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খান বলেন, বাবা না থাকলে সন্তানের যেমন লাগে আমারও তেমন লাগছে। তিনি বেঁচে থাকলে আমাদের চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির হয়তো অন্য রকম হতো। হয়তো এতো ঝামেলাই থাকতো না। তিনি ছিলেন আমাদের শক্তি। দূর্দিনে তার ছায়া থাকলে নতুনভাবে পথ চলতে পারতাম। সাহস নিয়ে এগিয়ে বাংলা চলচ্চিত্রকে আরও উন্নতির পথে নিয়ে যেতে পারতাম।

চলচ্চিত্রে যাদের অবস্থান তৈরি হয়েছিল মেধা, মনন ও শ্রমে, নায়করাজ ছিলেন তাদের মধ্যে শীর্ষস্থানীয়। তার অনবদ্য অভিনয় হৃদয় কেড়েছে দেশ-বিদেশের নানা বয়সী দর্শকের।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

তার মৃত্যুবার্ষিকী শাকিব খান লেখেন, যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততোদিনই তিনি আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন। ইন্ডাস্ট্রির এই খারাপ সময়ে পদে পদে আপনার বড় অভাব অনুভব করি। অফস্ক্রিনে আপনি ছিলেন আমার মাথার ওপরে বিশাল আকাশ। আমাকে ছায়া দিতেন, আগলে রাখতেন, ভালোবাসা দিতেন, পরামর্শ দিতেন। সবসময় মন থেকে আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ।

আরও পড়ুন-খোকসায় ২১ আগস্ট পালিত