সাধারণ মানুষ কষ্টে দিন যাপন করছে- জি এম কাদের

0
58
জি এম কাদের

দ্রোহ অনলাইন ডেস্ক

সাধারণ মানুষ কষ্টে জীবনযাপন করছে বলে মন্তব্য করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের। তিনি বলেন, জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু মানুষের আয় কমছে।

শনিবার গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় একটি কনভেনশন সেন্টারে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্থনীতি ফুটা করে ফেলা হয়েছে। সেই ফুটা দিয়ে সবকিছু বেরিয়ে যাচ্ছে। রিজার্ভ কোনো সময় বাড়বে না। সামান্য বাড়লেও দেড় / দুই মাস পর আবার আগের অবস্থায় চলে যাচ্ছে। দেশের মানুষের অর্থনৈতিক দুরবস্থার কারণ সরকারের ভ্রান্ত নীতি এবং দুর্নীতি। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে গ্যাস এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির মাধ্যমে।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন দলের মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু, দলের প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, জহিরুল ইসলাম জহির, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ।