সাবেক শিক্ষক শেখ হেলাল উদ্দিনের দাফন সম্পন্ন

0
43
প্রয়াত শিক্ষক শেখ হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শেখ হেলাল উদ্দিনকে তার মায়ের পাশে দাফন করা হয়েছে। প্রয়াত শিক্ষক ছিলেন খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীনের বড় ভাই।

সোমবার বিকালে উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। রবিবার দিনগত রাত আড়াইটায় নিজের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শিক্ষক শেখ হেলার উদ্দিন ২০০৯ সালে চাকুরি থেকে অবসর গ্রহণ করেণ। যশস্বী এই শিক্ষক শিক্ষা বিস্তারের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি দীর্ঘ দিন যাবৎ মেরুদন্ডে ক্যান্সার রোগে ভুগছিলেন।

আরও পড়ুন – জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ স্থগিত হল ৩৭ সাংবাদিকের

মরহুমের ছোট ভাই খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন তার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। একই সাথে মরহুমের দাফনে অংশ নেওয়া মুসল্লিসহ সব শ্রেণি পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।