সাবেক সংসদ সদস্য রাস্তা সংস্কারের উদ্দোগ্যে নিলেন

0
160
চর গোবরা হতে বৃত্তিপাড়ার পর্যন্ত যাতায়াতের অনুপযোগী রাস্তাটি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর গোবরা হতে বৃত্তিপাড়ার পর্যন্ত যাতায়াতের অনুপযোগী রাস্তাটি সংস্কারের দায়িত্ব নিলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ।

বৃহস্পতিবার সকালে বৃহত্তর কুষ্টিয়া প্রকল্পের আওতায় গোবরা হতে বৃত্তিপাড়া পর্যন্ত অবহেলিত রাস্তা সংস্কারের জন্য ডিও লেটার দিয়েছেন সাবেক সংসদ আব্দুর রউফ।

স্থানীয়দের অভিযোগ ছিল, চাঁদপুর ও পান্টি ইউনিয়নের মধ্যে এই রাস্তাটি হওয়ায় দু ইউনিয়ন চেয়ারম্যান এর সমন্বয় হীনতায় রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা পড়ে আছে। এই রাস্তাটির জন্য এলাকার প্রায় ২হাজার লোকের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হয়।

চর গোবরায় কোন শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় গোবরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করতে চরম অসুবিধা পোহাচ্ছে শিক্ষার্থীরা। এমন কি এলাকার কেউ অসুস্থ হলে কোলে করে পাশের পাকা রাস্তা অব্দি নিতে হয়। বছরের প্রায় সময়ই রাস্তাটি এতোটাই খারাপ থাকে কোন ভ্যান রিক্সা যেতে চাইনা।

সাবেক সংসদ সদস্যের এমন উদ্দোগ্যে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।