দ্রোহ বিনোদন ডেস্ক
প্রাণঘাতী করোনার কারণে অনেক দিন বন্ধ আছে সব ধরনের শুটিং। এই অলস সময়ে নিজের বাগানবাড়িতে সময় পাড় করলেন বলিউড ভাইজান সালমান খান। এ সময় ভাইজানের বাগানবাড়িতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ছিলেন বলে জানা গেছে।
ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘ তিন মাস পর সালমান খানের বাগানবাড়ি ছেড়েছেন সুন্দরী নায়িকা। তার খুব কাছের এক বন্ধুর ডাকে সাড়া দিয়ে সম্প্রতি সালমানের বাগানবাড়ি থেকে বের হন জ্যাকলিন।
শ্রীলঙ্কান জ্যাকলিন বলিউডের নামি নায়িকাদের মধ্যে অন্যতম। ভাইজানেরও প্রিয় নায়িকাও বটে। পারিবারিকভাবেই প্রায়ই সালমানের বাড়িতে যাওয়া আসা ছিল তার ।
আরও পড়ুন বিল পরিশোধের তিন দিনের মাথায় রাস্তা গেলো নদীর জলে
লকডাউনের আগে অর্পিতা খান শর্মার ছেলে আয়ূষের জন্মদিন উপলক্ষে সালমানের সঙ্গে তার বাগানবাড়িতে যান জ্যাকলিন । লকডাউন শুরু হওয়ায় সেখান থেকে আর বের হতে পারেননি।
প্রায় তিন মাস খান পরিবারের সঙ্গে কাটিয়ে অবশেষ মুম্বাইয়ে ফিরলেন তিনি।