দ্রোহ অনলাইন ডেস্ক
রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ ওরফে সাহেদ করিমের বাবা সিরাজুল করিম মারা গেছেন (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি যে হাসপাতালে ভর্তি ছিলেন, সে হাসপাতালের শীর্ষ একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ
কর্মকর্তা বলেন, বৃৃহস্পতিবার রাতে সিরাজুল করিম মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ সাহেদের স্ত্রীর ফোন নম্বর যোগাড় করে তার শ্বশুড়ের মৃত্যুর খবর দেন। কিন্তু পূত্রবদী না এসে তার মনোনীত দুজন ব্যক্তি এসে মৃতদেহ নিয়ে যায়। তবে তারা দুজন কেউই তাঁদের নিকটাত্মীয় নন।
সংকটাপন্ন অবস্থায় সিরাজুল সাহেব একাই হাসপাতালে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ সাহেদ বা তাঁর প্রতিষ্ঠানের কাউকে খুঁজে না পাওয়ায় বিপাকে পড়ে এবং এ ধরনের সমস্যা এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছিল।