সাড়ে তিনশ বছর পর জানা গেল শুক্রাণুর গতি

0
146
সাড়ে তিনশ বছর পর জানা গেল শুক্রাণুর গতি

দ্রোহ অনলাইন ডেস্ক:

অবশেষে সাড়ে তিনশ বছর পর জানা গেল শুক্রাণুর গতি। এতদিন গবেষকদের ধারণা ছিল মাছের মতো সাঁতার কেটে ডিম্বাণুর দিকে অগ্রসর হয় শুক্রাণু। তবে সম্প্রতি এ নিয়ে আবিস্কৃত নতুন এক তথ্যে বিজ্ঞানীদের ভুল ভেঙে দিয়েছে।

দ্য কনভারসেশন’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, প্রায় সাড়ে তিনশ বছর ধরে বিজ্ঞানীদের বোকা বানিয়েছে শুক্রাণু। বহুদিন ধরেই গবেষকদের ধারণা ছিল লেজের সাহায্যে সাঁতার কেটে ডিম্বাণুর কাছে পৌঁছায় শুক্রাণু। তবে নতুন এক গবেষণায় জানা গেছে, সাঁতরে না এরা মূলত ঘুরতে ঘুরতে সামনের দিকে অগ্রসর হয়। এছাড়াও ত্রি-ডি মাইক্রোস্কোপ প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাজ্য এবং মেক্সিকোর বিজ্ঞানীরা দেখেছেন শুক্রাণুর লেজ মূলত দুর্বল।

এ বিষয়ে ব্রিটেনের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালান প্যাসি বলেন, শুক্রাণু কীভাবে চলাচল করে সেটি জানতে এই গবেষণা আমাদের অনেক সাহায্য করেছে। আরো কিছু গবেষণা করে আমরা পুরুষদের সন্তান জন্মদানের ক্ষমতার বিষয়ে বিস্তারিত ধারণা পেতে পারি।

উল্লেখ্য, আমাদের গ্রহে প্রতিটি জীবের বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে শুক্রাণু। ১৬৭৭ সালের দিকে এটি নিয়ে প্রথম গবেষণা শুরু হয়। ল্যাবে অটোমেটেড ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে বিজ্ঞানীরা শুক্রাণুর মুভমেন্টকে দুটি উপাদানে ভাগ করেন। একটি উপাদান মানুষ যখন শরীরের একদিক ব্যবহার করে সাঁতার কাটে এমন দেখায়। আর লেজের আরেকটি অংশ পাক খায়।

আরও পড়ুন: 
নষ্ট মেমোরি কার্ড বা পেনড্রাইভ ঠিক করুন
টুইটারে মন্তব্য সীমিত করতে হবে