সুশান্তের মৃত্যু রহস্য উৎঘাটনে জেরার মুখে প্রেমিকা

0
143
Sushanto-Dro-18-p-18-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু না আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? মুম্বাই পুলিশ হন্নে হয়ে খুঁজছে এ প্রশ্নের উত্তর । সুশান্ত ভক্তদের দাবী পারতপক্ষে এটি আত্মহত্যা হলেও এর পেছনে বিশেষ কোন কারণ ছিলো । ভক্তদের দাবীর সত্যতা বের করার চেষ্টা করছেন মুম্বাই পুলিশ।

মৃত্যুর ঠিক একদিন পর থেকেই সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে ঘিরে ভিন্ন ভিন্ন মত ঘুরে বেড়াচ্ছে সুশান্ত সিং রাজপুতের ভক্তদের মনে। দিনে দিনে বাড়ছে জটিলতা ।

আত্মহত্যার পিছনে প্রেম ঘটিত কোন বিষয় আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। মুম্বাই পুলিশ সবার প্রথমেই প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকেই নজর দিচ্ছেন । রিয়াকে থানায় ডেকে পাঠানো হয়। তদন্তের স্বার্থে রিয়ার জবানবন্ধী খুব জরুরী বলেই মন্তব্য করছে তারা।

বৃহস্পতিবার মুম্বাই পুলিশ রিয়া চক্রবর্তীর জবানবন্ধী রেকর্ড করার জন্য তাকে ডেকে পাঠান। সে দিন সকালে রিয়া সাদা পোশাকে মুখে মাস্ক পরে থানায় হাজির হন। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে থানায় রিয়াকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ চলে।