সু চির আরও ৪ বছরের কারাদন্ড

0
125

দ্রোহ আন্তজাতিক ডেস্ক

মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত একটি আদালত অং সান সু চিকে আরও চার বছরের কারাদন্ড দিয়েছে। মামলায় লাইসেন্সবিহীন ওয়াকি-টকি রাখাসহ বেশ কয়েকটি অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, ওয়াকি-টকি রেখে রপ্তানি-আমদানি আইন লঙ্ঘনেএবং সিগন্যাল জ্যামার বসানোর দায়ে সোমবার তাকে এই কারাদন্ড দেওয়া হয়েছে। দুটি শাস্তি একই সঙ্গে চলবে।

করোনাসংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সামরিক সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে গত ডিসেম্বরে তাকে ৪ বছরের কারাদন্ড দেওয়া হয়। পরে তা কমিয়ে দুই বছর করা হয়।

৭৬ বছর বয়সী নোবেল বিজয়ী সু চির বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন। সবগুলোর রায় হলে তার ১০০ বছরেরও বেশি কারাদন্ড হতে পারে। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন সু চি।

সু চির সমর্থকরা বলছেন, অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে মতাচ্যুত করে গৃহবন্দি করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে, সেগুলো ভিত্তিহীন। সামরিক বাহিনী মতা সুসংহত করার জন্যই তার রাজনৈতিক জীবন শেষ করে দিচ্ছে।