কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সেই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২শাখা উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আদেশে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কিছু কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লিখিত বিভাগে ইউএনও হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।
এতে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্তু করা কর্মকর্তাদেরকে পদায়নের পর তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা অর্পণ করা হলো।
সম্প্রতি উপজেলা আইন-শৃঙ্খলা সভায় বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের দোসর আওয়ামী লীগ নেতা একাধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অংশগ্রহণের সুযোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতাসহ বিএনপি নেতা-কর্মীদের চরম রোষানলে পড়েন ইউএনও বিবি করিমুন্নেছা। তাকে অপসারণের দাবি ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়।
এছাড়াও মিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে উপজেলা পরিষদের তিনটি প্রবেশদ্বারের মধ্যে দুটি গেট প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। এ দুটি প্রবেশদ্বারে একটিতে উপজেলা পরিষদের জামে মসজিদও রয়েছে। এছাড়াও উপজেলা পরিষদের গেটের বাইরে আশপাশে প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
আরও পড়ুন – বালুরঘাটের ম্যানেজারকে গুলি করে টাকা ছিনিয়ে নিল সন্ত্রাসীরা
গেট দুটি দীর্ঘদিন বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হওয়ার অভিযোগ তোলেন। তাছাড়া মসজিদের সঙ্গে লাগোয়া গেটটি বন্ধ থাকায় নামাজ আদায় করতে আসা মুসল্লিরা চরম ভোগান্তিতে পড়েন। ব্যবসায়ীরা বন্ধ গেট দুটির অন্তত একটি খুলে দেওয়ার অনুরোধ জানালেও ইউএনও এতে কোনো কর্ণপাত করেননি। এসব বিতর্কিত বিষয় নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে বুধবার এক আদেশে ইউএনও বিবি করিমুন্নেছাকে বদলি করা হয়।