ষ্টাফ রিপোর্টার
সোমবার খোকসা পৌরসভার নব নির্বাচিত মেয়র তারিকুল ইসলামকে সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
দুপুরে পৌর ভবন চত্বরে এ সংবর্ধনা সভার আয়োজন করেছে খোকসা পৌর আওয়ামী লীগ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান। প্রধান বক্তা থাকছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী। এ ছাড়া জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ সর্বস্থরের জনতা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পৌর আওয়ামী লগের সভাপতি আব্দুল গনি শেখ।
বর্তমান মেয়র তারিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। তিনি ব্যক্তিগত জীবনে অধ্যাপনা পেশার সাথে জড়িত। দুই দফায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে।