দ্রোহ অনলাইন ডেস্ক
স্পেনের রাজধানী মাদ্রিদে মাস্ক বিরোধী বিক্ষোভ করেছে শত শত মানুষ। একইসঙ্গে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সদ্য আরোপ করা আরও কিছু বিধিনিষেধের বিরুদ্ধে শত শত মানুষ এ প্রতিবাদ জানিয়েছে।
রবিবার রাস্তায় নেমে দেশটির জনসাধারণ মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভ করেছে।
বিবিসি জানায়, স্পেনে চলতি বছরের মে মাসে প্রথমত গণপরিবহনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল। পরে দেশজুড়ে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়। দুইদিন আগে স্পেন সরকার দেশজুড়ে নতুন আরও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে জনসমাগম এলাকায় নিষিদ্ধ করা হয়েছে ধূমপান। এরপরই মানুষ এসব নিষেধাজ্ঞার বিরুদ্ধে পথে নেমেছ।
স্পেনে তিন মাসের লকডাউন জুনের শেষদিকে উঠে যাওয়ার পরই দেশটিতে আবার নতুন করে বেড়েছে করোনা ভাইরাস সংক্রমণ। এখন পর্যন্ত স্পেনে ২৮ হাজার ৬শ’র বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছে।
আরও দেখুন–খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!