স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ রউফের শো ডাউন

0
142

স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ। দলীয় মনোনয়ন দৌড়ে ছিটকে পড়েছেন। তবে কুষ্টিয়া -৪ আসন (খোকসা-কুমারখালী) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষনা দিয়েছেন।

বুধবার পৌনে ১২ টায় তিনি তার নির্বাচনী এলাকার বিলজানি বাজারে এসে পৌচ্ছান। সকাল থেকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসকের বিলজানি বাজারে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান করছিলেন। তিনি সেখানে কর্মীদের উদ্যেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে খোকসা বাস স্ট্যান্ডে আরো একটি পথসভায় বক্তব্য রাখেন। এই স্বতন্ত্র প্রার্থীর মোটর সাইকেল শোভাযাত্রায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ আসনের রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মোটর সাইকেল শেভাযাত্রার নামে শো ডাউনের প্রতিযোগীতা চলছে।

মঙ্গলবার একই সময়ে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে নিজের নির্বাচনী এলাকায় আসেন আওয়ামী লীগের দলীয় সংসদস্য সদস্য ও প্রার্থী সেলিম আলতাফ জর্জ। কয়েক হাজার কর্মী মোটর সাইকেল নিয়ে শো ডাউনে অংশ নেন। একই ভাবে ভোগান্তির শিকার হন সাধারন মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একদল কলেজ ছাত্রী মোটর সাইকেলের শোডাউনে মধ্যে পরে একটি দোকানে ২৫ মিনিট আটকে ছিলেন।

এক শিক্ষার্থী বলেন, মোটর সাইকেল শোভাযাত্রা নির্বাচনী আচরণ বিধি লংঘন। কিন্তু প্রার্থীরা বাববার সেই কাজটি করছেন। কিন্তু প্রতিকার হচ্ছে না। আচরণ বিধির বাধ্যবাধকতা থাকা জরুরী বলেও তিনি মন্তব্য করেন।

এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার খোকসার অফিসিয়াল নম্বরে কল করা হয় কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি।