স্বপ্নের রুপায়ণ

0
107

গড়াই নদীর উপর ব্রিজ। এ স্বপ্ন যুগযুগের। এ ব্রিজটি দুই তীরের মানুষের দূরত্ব কমাবে জোযোন জোযোন। মানুষে মানুষে বন্ধন গভীর করতে কানেকটিভিটি সঞ্চারিত করবে। সমৃদ্ধ করবে অর্থনীতিকে। সোমবার সকালে গড়াই নদীর খোকসা-ওসমানপুর ঘাটের পশ্চিমে কালীবাড়ি এলাকায় সেই স্বপ্নের ব্রিজের উদ্বোধনী কাজের ফলক উন্মোচন করলেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তারই কিছু খন্ড চিত্র।