স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ছাত্র ইউয়িনের মানববন্ধন

0
162
স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ছাত্র ইউয়িনের মানববন্ধনের ছবি

রাজবাড়ী প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদ।

রবিবার দুপুরের দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নেতাকর্মীরা ।

এসময় বক্তব্য রাখেন , বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সভাপতি আব্দুল হালিম বাবু ,সাধারণ সম্পাদক কাওসার আহমেদ রিপন , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রফ্রন্টের আহবায়ক শোভন রহমান ,ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাতুল হাসান জনি , প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওসার আহমেদ সহ প্রমুখ।

বক্তরা বলেন , রাজবাড়ীতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও এখানে নেই কোন করোনা পরীক্ষার ল্যাব। এখানে করোনা পরীক্ষার জন্য একটা ল্যাব তৈরিসহ বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা ব্যাস্থবায়ন করতে হবে। করোনা কালে মানুষের দুর্বিষহ অবস্থা , সেটা সকলেই জানে। আমাদের স্বাস্থ্য খাতে যেভাবে দুর্নীতি চলছে সেটা কিন্তু করোনা কালেও বন্ধ হয়নি। মানুষের দিকে তাদের কোন খেয়াল নেই বলে অভিযোগ করেন বক্তারা। স্বাস্থ্যখাতে চলছে সীমাহীন দুর্নীতি। অচিরেই বন্ধ করতে হবে এসব।

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বক্তারা বলেন, জণগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে স্বাস্থ্যমন্ত্রী । দ্রুত মন্ত্রীর পদত্যাগসহ সে স্থানে একজন যোগ্য লোককে স্বাস্থ্যমন্ত্রী বানানোর জোর দাবি জানায় তারা।