স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু নিয়ে স্ট্যাটাস, বহিষ্কার ইবি ছাত্র

0
195
IUB-DRO-16-p-1
সংগৃহিত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু নিয়ে নিজের ফেইসবুকে কটুক্তিমূলক পোষ্ট করে এবার বহিস্কার হলেন এক ইবির ছাত্র নেতা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক জি কে সাদিককে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন।

সোমবার রাতে এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। ছাত্রনেতা সাদিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, গত শনিবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছিলেন জি কে সাদিক। ২ জুন মন্ত্রীর অসুস্থতা নিয়েও তিনি স্ট্যাটাস দিয়েছিলেন।

শনিবার এই ছাত্র নেতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরার গ্রেফতার নিয়ে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় এক নেতার স্টাটাস শেয়ার করে প্রতিবাদ জানান। এ দিন রাতেই নাসিমের মৃত্যু নিয়ে আরেকটি স্ট্যাটাস দেন তিনি।

এমন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুকে প্রতিবাদ জানিয়ে সাদিকের বহিষ্কার দাবি করে স্ট্যাটাস দিতে থাকে। বিষয়টি বিশ^বিদ্যালয় প্রশাসনের নজরে আসে।
সোমবার রাত আটটায় সাদিককে বিশ্ববিদ্যালয়ে থেকে সাময়িক বহিষ্কার করে অফিস আদেশ জারি করে কর্তৃপক্ষ।

অফিস আদেশে বলা হয়েছে, সাদিক তার নিজস্ব ফেসবুক আইডিতে বিভিন্ন বর্ষিয়ান রাজনীতিবিদসহ, বুদ্ধিজীবি, রাজনৈতিক দল সম্পর্কে অশ্লিল, ব্যাঙ্গাত্মক, আপত্তিকর, প্রতিহিংসামূলক ও নৈতিক মূল্যবোধ পরিপন্থি বক্তব্য ধারাবাহিক ভাবে উপস্থাপন করে চলেছে। তার স্ট্যাটাস বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে । তাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া, ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী তাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: 

কুষ্টিয়া ও ভেড়ামারা পৌরসভা রেড জোনে