Home breaking news সড়কের পাঁচটি গাছ কেটে নিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক

সড়কের পাঁচটি গাছ কেটে নিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক

0
9

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সড়কের প্রায় লাখ টাকা মূল্যের অন্তত পাঁচটি মেহগুনি গাছ কাটার অভিযোগ উঠেছে এক অবসরপপ্রপ্ত শিক্ষকের বিরুদ্ধে।

শনিবার ( ১২ এপ্রিল) সকাল থেকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর – করিমপুর সড়কের দয়রামপুর তেমাথা এলাকায় গাছ কাটা শুরু হয়। গাছ গুলোর বয়স অন্তত ২৫-৩০ বছর বলে জানান স্থানীয়রা।

অভিযুক্ত ব্যক্তির নাম সনাতন কুমার ওরফে সত্য মাস্টার (৫০)। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামের মৃত সতেন্দ্রনাথের ছেলে ও মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, দয়রামপুর – করিমপুর পাকা সড়কের ধারে বেশকিছু মেহগুনি, নিম, তালসহ বিভিন্ন গাছ রয়েছে। কয়েকজন শ্রমিক সড়কের তেমাথা এলাকা থেকে ইতোমধ্যে পাঁচটি গাছ কেটে ফেলেছেন। সেগুলো ভ্যানে করে সরানো হচ্ছে। অবশিষ্ট একটি গাছের ডালপালা কাটা হয়েছে। সড়কের ধারে পরে আছে কাটা গাছের ডাল ও পাতা। সেখানে গাছ কাটার নেতৃত্ব দিচ্ছেন সনাতন কুমার।

এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক ভ্যানচালক বলেন, গাছগুলো সত্য মাস্টারের। স মিলে নেওয়া হচ্ছে। আপনারা তার সঙ্গে কথা বলুন।

গাছ কাটার ঘটনা স্বীকার করে সনাতন কুমার বলেন, গাছ গুলো আমি লাগিয়েছিলাম। গাছের জন্য ফসলের ক্ষতি হচ্ছে। সেজন্য গাছ গুলো কেটে বিক্রি করছি। তবে কত টাকায় বিক্রি হলো? সে বিষয়ে কোনো কথা বলেননি তিনি।

আরও পড়ুন – কুষ্টিয়া জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয়রা জানান, আইন অমান্য করে সত্য মাস্টার ২৫-৩০ বছর বয়সি গাছ গুলো কেটে বিক্রি করছেন। যার দাম প্রায় এক লাখ টাকা।

আরও পড়ুন – ধর্ষীতার পোড়া ভিটায় ঘর নির্মান করে দিলে প্রবাসী

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, গাছ কাটার খবর পেয়ে লোক পাঠানো হয়েছে। সরকারি গাছ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।