স্টাফ রিপোর্টার
সড়ক দূর্ঘটনায় সোনালী ব্যাংক কুমারখালী উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে বাসা থেকে ব্যাংকে যাওয়ার সময় খোকসা উপজেলা পরিষদের পেছনের সড়কে তিনি দূর্ঘটনায় পতিত হন। তাকে কুষ্টিয়া জেলা সদরে স্থানান্তর করা হয়েছে।
আরও দেখুন
ঘুনি/চারো শিল্পীদের দুঃসময়
আহত ব্যাংক ব্যবস্থাপকের শ্বশুর সাবেক শিক্ষক রঞ্জন বিশ্বাস জানান, সকালে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট এলাকার নিজের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কুমারখালীর উদ্যেশে যাত্রা করেন ব্যাংক ব্যবস্থাপক প্রসাদ বিশ্বাস। বাসা থেকে ২শ গজ এগিয়ে গিয়ে একটি বাড়ির ভিতর থেকে বেড়িয়ে আসা অপর একটি মটোর সাইকেল চালক তার উপর আছড়ে পরে। স্থানীয়রা আহত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেলা সদরে হাড় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে। আহত ব্যাংক ম্যানেজার প্রসাদ বিশ্বাস ভালো আছেন বলে তিনি জানান।