ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরের আলামপুর গ্রামে যুবলীগ নেতা হানিফ হত্যার পর বাড়িঘর ভাংচুর, লুটপাট ও েেতর ফসল তছরুপ করার অভিযোগ এনে প্রতিপক্ষের বিরুদ্ধে আসামীরা সংবাদ সম্মেলন করেছে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসকাবে এক সংবাদ সম্মেলন করেন আলামপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আলামপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দর্শকদের সাথে সংঘর্ষে যুবলীগ কর্মী হানিফ নিহত হন। এ ঘটনাকে পুঁজি করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান ও ইউপি সদস্য আব্দুল মালেকসহ ৬ জনের নামে মিথ্যা মামলা করা হয়।
তিনি আরো অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা হানিফ হত্যা মামলাকে পুঁজি করে প্রতিপ আসামীদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে। সংবাদ সম্মেলনে মামলা মিথ্যা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, আমাদের মাঠের ফসল, পাকা ধান, কয়েক বিঘা জমির ড্রাগন, কলাসহ বিভিন্ন ফসল মাঠেই নষ্ট হচ্ছে। জমিতে আমাদের যেতে দেওয়া হচ্চে না। যারা মারামারিতে লিপ্ত ছিল তাদের আসামী না করে অন্যদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে রাসেল হোসেন ও সাইদুর রহমানসহ ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।