ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডুর গ্রামে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ও হাত-পা বেঁধে রেখে নগদ এবং স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।
উপজেলার ভায়না ইউনিয়নের তৈলটুপী গ্রামে রবিবার দিনগত রাতে নিজাম উদ্দিনের ছেলে দেলোয়ার মন্ডলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী দেলোয়ার মন্ডল জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে এক ঘরে আটক করে। ডাকাতরা বিভিন্ন ঘরের আলমারী ও গোপন স্থান গুলোতে তল্লাসী চালিয়ে প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণের গহনা, প্রায় ১ল নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ জানান, এ ঘটনায় থানায় একটি ডাকাতির মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযানে করছে পুলিশ।