হরিণাকুন্ডুতে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
139

ঝিনাইদহ প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ঝিনাইদহ-২ আসনের হরিণাকুন্ডু উপজেলার জাতীয় পাটি এ মতবিনিময় সভার আয়োজন করে।

শনিবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হরিণাকুন্ডু উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অবঃ মাহফুজুর রহমান।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, হরিণাকুন্ডু উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মফিজুর রহমান, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী শিরিনা আক্তার, জাপা নেতা শাহাবুদ্দিন, সোহেল আহমেদ প্রমুখ।