হরিণাকুন্ডুতে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

0
95

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক কিশোরী প্রেমিকাকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রেমিকসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আহাদনগর গ্রামের আবুল কাশেমের ছেলে আজিজুর (৩০), একই গ্রামের জানার মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম (২৪) ও শহরতলির জোড়া পুকুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্লা (১৮)।

শুক্রবার রাতে ভুক্তভোগী ওই কিশোরীর বড় বোন থানায় ধর্ষণ মামলা করেন।

হরিণাকুÐু থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, ৩১ মে রাতে ওই কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করা হয়। আসামি শিলনের সাথে ওই কিশোরীর গ্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন শিলন ফুঁসলিয়ে তাঁকে একটি মাঠের পাটেেত ডেকে নিয়ে যায়। সেখানে তিন বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণ করে বলে পুলিশ জানতে পেরেছে।

ভুক্তভোগী কিশোরীর পিতা জানান, ঘটনার পর আসামিরা তাঁর মেয়েকে শহরতলির আমেরচারা নামে একটি এলাকায় ফেলে রেখে যায়। সে ভোরে বাড়ি ফিরে বিষয়টি তাঁর বড় বোনকে জানায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীা সম্পন্ন করা হয়।