হাসপাতালের পলেস্তারা পড়ে রোগীর স্ত্রী আহত

0
142

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তার খুলে পরে এক রোগীর স্ত্রী আহত হয়েছেন। আহত নারীর মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।

রবিবার সকাল ১১ টার দিকে হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডের শীতাতপনিয়ন্ত্রিত ৩ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে। আহত সিমা খাতুন (৪০) হাসপাতালে ভর্তি রোগী রিপন আলী শেখের স্ত্রী। তার বাড়ি শহরতলীর চৌড়হাস আদর্শপাড়া এলাকায়। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের ছেলে প্রান্তর আলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত রিপন আলী চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। সঙ্গে তাঁর স্ত্রী ছিলেন। রবিবার হঠাৎ করে তার মাথার উপর ছাদের পলেস্তালা খুলে পড়ে। এতে তাঁর মাথা কেটে রক্ত ঝরতে থাকে। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সিমাকে উদ্ধার করে অস্ত্রোপচার কক্ষে নেন। চিকিৎসকরা তাঁর মাথায় ছয়টি সেলাই দেন। পরে রোগী রিপন আলীকে পাশের আরেকটি কেবিনে স্থানান্তর করা হয়। ৩ নম্বর কেবিনটিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

আহত সীমা খাতুন ছেলে প্রাপ্তর বলেন, আগেই তারা ছাদের ফাটল দেখতে পেয়েছিলেন। তারা যা আশঙ্কা করেছিলেন তাই ঘটেছে। তিনি অভিযোগ করেছেন। ব্যবস্থা নেওয়া না নেওয়া বিষয়টি একান্তই প্রশাসনের।

হাসপাতালের সহকারী পরিচালক নাসির উদ্দিন বলেন, সিমা খাতুন মাথায় একটু আঘাত পেয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

আবাসিক চিকিৎসক হোসেন ঈমাম বলেন, ভনটি অতি পুরাতন। দুর্ঘটনার ঘটনা নতুন নয়। আগেও ঘটেছিল। দ্রæত পদক্ষেপ নিতে গণপূর্তে চিঠি দেওয়া হবে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, হাসপাতালে রোগীর স্বজনের আহতের ঘটনায় অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।