১১ বছর পর ফাওয়াদের শূন্য

0
101
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

টেস্ট ক্রিকেটে ফেরার অপেক্ষায় কেটেছে বছরের পর বছর। অবশেষে অপেক্ষা ফুরাল প্রায় পর। তবে উপলক্ষটা রাঙাতে পারলেন না ফাওয়াদ আলম। ১১ বছর পরে মাঠে ফেরার প্রথম ম্যাচে প্রথম ইনিংসে আউট হলেন রানের খাতা খোলার আগেই।

সাউথ্যাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃহস্পতিবার চার বল খেলে শূন্য রানে বিদায় নেন ফাওয়াদ। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে এলবিডাব্লি¬উ হয়ে যান ক্রিস ওকসের বলে। ইংল্যান্ড তাকে ফেরায় রিভিউ নিয়ে।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

৩৪ বছর বয়সী ফাওয়াদ ২০০৯ সালের নভেম্বরে সবশেষ টেস্ট খেলেছিলেন, ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই বছরই জুলাইয়ে তার টেস্ট অভিষেক হয়েছিল কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে। অভিষেক রাঙিয়েছিলেন সেঞ্চুরিতে, দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১৬৮। সেই সিরিজের পরের টেস্ট ও নিউজিল্যান্ড সফরে ভালো করতে পারেননি তিনি। তাতেই জায়গা হারান দলে।