১৪ দলের জন্য ৭ আসন দিলো আওয়ামী লীগ

0
114
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর জন্য সাতটি আসন ছেড়ে দিয়েছে।

বৃহস্পতিবার ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আওয়ামী লীগ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে তিনটি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ-ইনু) তিনটি এবং জাতীয় পার্টিকে (জেপি-মঞ্জু) একটি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।

কুষ্টিয়া -২ আসন (ভেড়ামারা-মিরপুর) বর্তমান সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আসনে আওয়ামী লীগ কোন প্রার্থীকে মনোনয়ন দেয়নি। এ আসনে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামারার ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

আমির হোসেন আমু জানান, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে বরিশাল-৩, মুস্তফা লুৎফুল্লাহকে সাতীরা-১ এবং ফজলে হোসেন বাদশাকে রাজশাহী-২ আসন ছেড়ে দেওয়া হয়েছে।

এছাড়া, জাসদের হাসানুল হক ইনুকে কুষ্টিয়া-২, এ কে এম রেজাউল করিম তানসেনকে বগুড়া-৪ এবং মোশাররফ হোসেনকে ল্মীপুর-৪ আসন ছেড়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে পিরোজপুর-২ আসন ছেড়ে দেওয়া হয়েছে। এই সাতটি আসনের মধ্যে শুধুমাত্র কুষ্টিয়া-২ আসনে আগে থেকেই কোনো ্রপার্থী দেয়নি আওয়ামী লীগ।

জোট শরিকদের জন্য এই আসনগুলো ছেড়ে দিতে দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে নেবে মতাসীন দলটি।

তবে, আওয়ামী লীগের যে নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের ব্যাপারে মতাসীন দলের কোনো হস্তপে থাকবে না বলেই জানিয়েছে দলীয় সূত্র।