১৯টি চোরাই মোবাইলসহ যশোরে আটক ২

0
172
Jessore-Dro-15-p-2-compressed
সংগৃহিত ছবি

যশোর প্রতিনিধি

যশোর জেলার ঝিকরগাছা থানা পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ১৯টি চোরাই মোবাইল ফোনসহ দুজনকে আটক করেছে ।

শনিবারের বিশেষ এ অভিযানে আটকৃতরা হলেন- উপজেলা সদরের কৃষ্ণনগরের কামাল হোসেন (২৭) ও রাজাপট্টির বাসিন্দা আল আবীর জোহা (২৬)।

সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, আটক হওয়া দুজন দীর্ঘ দিন ধরে অভিনব কৌশলে মোবাইল ও টাকা চুরি করে আসছে। পৌর সদরের কৃষ্ণনগরের মানুষ তাদের উৎপাতে অতিষ্ট।

সর্বশেষ ৬ জুন ব্রিটিশ আমেরিকান টোবাকোর ঝিকরগাছা বিক্রয় অফিস থেকে আটকৃতরা সাতটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটায়। তাদের নামে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এর সূত্র ধরে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১৯টি মোবাইল ফোন উদ্ধার হয় বলে জানান তিনি।

আরও পড়ুন: 

চুয়াডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার