দ্রোহ অনলাইন ডেস্ক
দেশে প্রায় পাঁচ মাস যাবৎ স্কুল কলেজসহ সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকার ধীরে ধীরে সকল প্রতিষ্ঠান খুলে দিলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষাপ্রতষ্ঠান কবে নাগাদ খুলবে তা আগামী ২৫ আগস্টের পর জানা যাবে।
সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত ২৫ আগস্টের পরে আমরা ঘোষণা করব। যখনই সিদ্ধান্ত হবে তখনই তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।
পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল খোলা হবে কি না- এমন প্রশ্নের জবাবে সচিব জানান, যখনই আমরা ক্লিয়ারেন্স পাব তখনই জানাব।
আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!
আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত
উল্লেখ্য, মহামারী করোনার কারণে চলতি বছরের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে এই বন্ধের মধ্যে যাতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি না হয় সে জন্য সংসদ টেলিভিশনের মাধ্যমে সরকার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি রেডিও’র মাধ্যমেও ইতোমধ্যে পাঠদান শুরু হয়েছে।