৪০তম বিসিএসের ভাইভার তারিখ ১৫ জুন

0
135
Bangladesh-crmocomiton-24-p-5

দ্রোহ অনলাইন ডেস্ক

পবিত্র শবে বরাত উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটির তারিখ পরিবর্তনের কারণে আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় ৪০তম বিসিএস (সাধারণ ক্যাডার) ভাইভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৫ জুন ভাইভার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বুধবার পিএসসির পরীা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র শবে বরাত উপলে আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় ৪০তম বিসিএস পরীার সাধারণ ক্যাডারের মোট ১৮০ জন পরীার্থীর মৌখিক পরীার তারিখ আগামী ১৫ জুন পুনঃনির্ধারণ করা হলো।

বিসিএস সাধারণ ক্যাডারের লিখিত পরীায় উত্তীর্ণ ৪ হাজার ১৫০ জনের ভাইভা শুরু হয়।

২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীার ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীায় ২০ হাজারেরও বেশি প্রার্থী অংশ নিয়ে পাস করেন ১০ হাজার ৯৬৪ জন। এই বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। এরমধ্যে ৩ লাখ ২৭ হাজার জন প্রিলিমিনারি পরীা দিয়ে পাস করেছিল ২০ হাজার ২৭৭ জন।

২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেয়া হবে বলে সেখানে উল্লেখ করা হয়।