৫ জুলাই চন্দ্রগ্রহন

0
134
Moon-Dro-27-p-65

দ্রোহ অনলাইন ডেস্ক

৫ জুলাই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ ঘটবে । বাংলাদেশ থেকে গ্রহণটি দৃশ্যমান হবে না। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিসের তথ্য মতে, ৫ জুলাই ৯টা ৪ মিনিট ৩০ সেকেন্ডে উপচ্ছায়া গ্রহণ শুরু হবে, সর্বোচ্চ গ্রহণ হবে ১০টা ৩০ মিনিটে এবং শেষ হবে ১১টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে। উপচ্ছায়া গ্রহণ শুরু হবে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, সর্বোচ্চ গ্রহণ হবে প্যারাগুয়ের আসুনশিওন শহরে এবং গ্রহণ শেষে হবে পেরুর লিমা শহরে।