দ্রোহ অনলাইন ডেস্ক
তুরস্কের ইস্তাম্বুলে বিখ্যাত স্থাপনা আয়া সোফিয়ায় দীর্ঘ ৮৬ বছর পর শুক্রবার প্রথমবারের মতো নামাজ আদায় হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও সবার সঙ্গে সেখানে নামাজ আদায় করেন। ১৯৩৪ সালের পর এই প্রথম আয়া সোফিয়ায় নামাজ আদায় করা হলো।
বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার আয়া সোফিয়ায় নামাজ আদায় উপলক্ষে অনেকেই ভিড় জমান।
অটোমান শাসকদের সরিয়ে তুরস্কের ক্ষমতায় আসা কামাল আতাতুর্ক ১৯৩৪ সালে আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তর করা হয়েছিল। এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের নিদর্শনের তালিকাভুক্ত। এ স্থাপণা প্রায় ১ হাজার ৫০০ বছরের পুরোনো।
আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই
তুরস্কের একটি আদালত ১০ জুলাই এই মর্মে রায় প্রদান করেন যে, আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ব্যবহার করাই হবে বৈধ কাজ। জাদুঘর হিসেবে এর মর্যাদা আদালত বাতিল করে দেন। পরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা দেন ২৪ জুলাই থেকে আয়া সোফিয়ায় নামাজ আদায় শুরু হবে।