৯১ বছরে পা দিলেন লতা মুঙ্গেশকার

0
114
লতা মুঙ্গেশকর

দ্রোহ বিনোদন ডেস্ক

উপমহাদেশের বিখ্যাত গায়িকা লতা মুঙ্গেশকারের ৯১তম জন্মদিন। এ শিল্পীর গানে বলিউডের মধুবালা থেকে শুরু করে কাজলসহ অনেক নায়িকাই ঠোঁট মিলিয়েছেন। ভারতরতœ উপাধিও তিনি পেয়েছেন।

ভারতের ‘নাইটিঙ্গেল’ হিসেবে পরিচিত লতা মুঙ্গেশকর ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। এখন অদ্ধি হাজারের বেশি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। সঙ্গীতগুরি প-িত দীননাথের বড় মেয়ে লতা মুঙ্গেশকর। তিনি সঙ্গীতশিল্পী আশা ভোসলে, হৃদয়নাথ মুঙ্গেশকর, উষা মুঙ্গেশকর ও মীনা মুঙ্গেশকরের বড় বোন।

ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষায় এবং বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। বাংলাতেও তিনি অনেক গান করেছেন। ভারত সরকার ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর তাকে ‘ডট্যার অব দ্য নেশন’ খেতাবে ভূষিত করে।

লতা মুঙ্গেশকরের গানের ক্যারিয়ার শুরু ১৯৪২ সালে। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। সাত দশকের বেশি সময় তিনি ভারতের সঙ্গীতজগতে রাজত্ব করেছেন।

তার বিখ্যাত গানের মধ্যে তু যাহা যাহা চলে, লাগ যা গলে, পেয়ার কিয়া তো ডরনা কিয়া, আজব দস্তা হ্যা ইয়ে, একত পেয়ার কা নাগমা হে, তেরে বিনা জিন্দেগি সে, বাহু মে চলে আয়, হাম আপকে হ্যায় কৌন, তুছে দেখা তো ইত্যাদি ।