ফটো গ্যালারি চৈতালী ফসল মার্চ ১৯, ২০২১ 22 Share on Facebook Tweet on Twitter চৈতালী ফসল গ্রাম বাংলার মাঠ জুড়ে। শুক্রবার দুপুরে খোকসার পাথাল দৌড় মাঠ থেকে ফসলের ছবি গুলো তোলা। চৈত্রের মাতাল বাতাস দোল খেলে যায় সোনালী ফসলের মাঠে। রসুনের বোঝা মাথায় বাড়ি ফিরছে কৃষক।