কুষ্টিয়ায় অপহৃত মাদ্রাসা ছাত্র চার দিন পর উদ্ধার

0
115

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মাদ্রাসা থেকে অপহরণের চার দিন পর র‌্যাবের অভিযানে অপহৃত মাদ্রাসা ছাত্র নাঈম (১৩) উদ্ধার করেছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মিরপুর উপজেলার পোড়াদহ স্কুল মাঠের পাশ থেকে র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান জানান, মাদ্রাসা ছাত্র নাঈমকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন একটি অভিযোগ পেয়ে র‌্যাবের একটি চৌকস অভিযানিক দল তাকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের জন্য মাঠে নামে। অপহরণকারীদের মোবাইল নাম্বার ট্রাকিং করার পর বৃহস্পতিবার দুপুরে অপহৃত মাদ্রাসা ছাত্র নাঈমকে উদ্ধার করা সম্ভব হয়। অপহরণকারীদের গ্রেফতারের জন্য অভিযান এখনো চলমান রয়েছে।

উল্লেখ্য, গত রবিবার বিকেলের পর থেকে নাঈমকে কোথাও খুঁজে না পেয়ে সোমবার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা নাছরিন খাতুন। অপহৃত নাঈমের মা নাছরিন খাতুন সাংবাদিকদের জানান, অপহরণকারীরা মোবাইল ফোনে বিভিন্ন সময় হুমকী ধামকী দিয়ে আসছিলেন।

কুষ্টিয়া শহরতলীর জুগিয়া মাঠপাড়া গ্রামের দিন মজুর মিল্টন শেখ ও নাছরিন খাতুন দম্পতির সন্তান নাঈম (১৩)। সে পার্শবর্তী জুগিয়া পালপাড়া এলাকার লাল মোহাম্মদ হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিার্থী। নাঈমের মা নাছরিন খাতুন তিন বেলা বাড়ি থেকে মাদ্রাসায় গিয়ে নাঈমের জন্য খাবার দিয়ে আসেন। সর্বশেষ রবিবার বিকালে পরিবারের সদস্যদের সাথে সর্বশেষ নাঈমের সাাত হয়।