যশোরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

0
120
jessore-Dro-5-p-1-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

যশোরের বেড়গোবিন্দপুর বাওড় থেকে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়েছে।
৫ জনু শুক্রবার সকালে বেড়গোবিন্দপুর বাওড়ের মুলিখালি বটতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের বিপুল হোসেন (৩৫) তিনি চৌগাছার কাকুড়িয়া গ্রামের সাবেক মেম্বর শামসুল হকের ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, বস্তাবন্দি সন্দেহজনক কিছু দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় পুলিশকে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে মরদেহ উদ্ধার করেছে।