করোনার গুজব রটিয়ে ছেলের হাতে বাবা লাঞ্ছিত

0
69
meherpur-Dro--5-p-7-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

মেহেরপুর জেলায় বাবা করোনা ভাইরাসে আক্রান্ত এমন গুজব রটিয়ে বাবাকে লাঞ্ছিত করলো কুলাংগার সন্তানেরা। বৃহস্পতিবার বিকালে এমন ধিক্কার জনক ঘটনা ঘটে গাংনী উপজেলার কুলবাড়ীয়া গ্রাামে।

শুধু গুজব রটিয়ে শান্ত হয়নি সন্তানেরা। বাবাকে মারধর করে বাড়ি থেকে বিতাড়িত করেছে ছেলে সজল ও সাগর। বাবার মাথা গোঁজার শেষ ঠাঁই ছোট্ট কুঁড়ে ঘরটিও ভেঙ্গে দিযেছে। বিচারের দাবিতে বাবা সাইফুল ইসলাম (৪৮) দ্বারে-দ্বারে ঘুরছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুলবাড়ীয়া গ্রামের সাইফুল ইসলাম ১ম স্ত্রী ও ৩ ছেলে-মেয়েকে রেখে দীর্ঘ সময় ধরে ব্যবসার কারনে ঢাকাতে অবস্থান করে আসছিলেন। সেখানে তিনি ২য় বিয়ে করেন। তিনি মাঝে মধ্যে গ্রামের বাড়ীতে আসলেও সে ১ম স্ত্রীর কোন খোঁজ খবর তিনি রাখতেন না। এরপরেও সন্তানের কল্যাণে তাকে বিদেশে পাঠানোর সময় সাইফুল ইসলাম ২য় স্ত্রীর নিকট থেকে ১ লাখ টাকা এনে দেয়।

সম্প্রতি প্রবাসী সন্তান সজল আলী (৩০) বাড়ীতে অবস্থান করছে এমন খবর পেয়ে বাবা টাকা ফেরত চাইতে বাড়ীতে আসেন। ছেলে সজল ও সাগর টাকার কথা অস্বীকার করে এবং তাদের বাবা করোনা ভাইরাসে আক্রান্ত গুজব রটিয়ে তাকে মারধর করে বাড়ি থেকে বিতাড়িত করে। বাবা সাইফুল ইসলাম বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

১ম স্ত্রী রেহেনা খাতুন বলেন, বেশকিছু বছর আগে আমাকে ও আমাদের ছোট্ট ছেলে-মেয়ে রেখে সে বাড়ি থেকে চলে যায়। কোন দিনও সে আমাদের কোন খোঁজ খবর নেয়নি। তার ২য় বিয়ের খবর জানতে পারি।

তবে আমার ছেলে বিদেশ যাওয়ার সময় ৭০ হাজার টাকা সে দিয়েছিল। আমার ছেলেরা তাকে মারধর বা বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি। করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে ভেবে তাকে পরিবারের বাইরে থাকার জন্য বলেছিলো।

আহত পিতা বলেন, আমি টাকা ফেরত চাইতে বাড়ীতে আসলে ছেলেরা আমাকে মারধর করে তাড়িয়ে দিয়েছে। আমি করোনা ভাইরাসে আক্রান্ত নই। আমার নমুনা পরীক্ষায় রির্পোট নেগিটিভ হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন, অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।