দেশে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ৮৪৬ জন

0
87
Corona-Dro-6-p-15-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৮৪৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৬ জনে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা অব্দি দেশের ৫০টি ল্যাবে ১২ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে নতুন করে আরো ২ হাজার ৬৩৫ জনের দেহে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

শনিবার কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা বলেন, শনিবার সকাল অব্দি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। এ নিয়ে দেশে ৮৪৬ জনের মৃত্যু হলো। সর্বশেষ মৃতদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন নারী। নতুন করে আরো ২ হাজার ৬৩৫ জন প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশে এ সময় অব্দি আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬৩ হাজার ২৬ জন।

তিনি আরো বলেন, শেষ ২৪ ঘন্টায় চিকিৎসাধীন থাকা ৫২১ জন সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ১৩ হাজার ৩২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।