খোকসায় সাপের কামড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

0
376
orc-dro-8-p4
স্কুল শিক্ষক সৌরভ। ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে বন্ধুদের সাথে আড্ডার সময় সাপের কামড়ে আহত স্কুল শিক্ষক মারা গেছেন।

স্কুল শিক্ষক সৌরভ কুমার সরকার কুঠি কমলাপুর গ্রামের শিবির সরকারের ছেলে। তিনি মৌলভীবাজার বড়লেখার ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

orc-dro-8-p3
পরিবারের সাথে স্কুল শিক্ষক সৌরভ সরকার।

জানা গেছে, রবিবার রাতে উপজেলা কুঠি কমলাপুর গ্রামে রাস্তার পাশে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন স্কুল শিক্ষক সৌরভ কুমার সরকার (২৫)। এ সময় তার পায়ে সাপে কামড় দেয়। কিছু সময় পর বাড়ি ফিরে বিষয়টি মাকে জানান। তারপর স্থানীয় ওঝাদের বাড়িতে দৌঁড় ঝাপ শুরু করেন। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে সৌরভের অসুস্থতা বাড়তে থাকে। শেষ তার অবস্থা সংকটাপন্ন হয়ে দাড়ায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাৎক্ষনিক ভাবে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

sumana-dro-8-p1
স্বামী শোকে পাথর হয়ে গেছে স্ত্রী সুমনা সরকার।

সদ্য বিবাহিত সৌরভের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে এলাকায় শোকার্ত মানুষের ঢল নামে। স্বামী শোকে বাকরুদ্ধ হয়ে গেছে কলেজ ছাত্রী স্ত্রী সুমনা সরকার। পুত্র শোকে পাথড় বোনেগেছে মা অর্চনা সরকার ও বাবা শিবির সরকার। উঠতি বয়সী এই শিক্ষকের মৃত্যুতে শোক পেয়েছে স্থানীয়রা।

প্রয়াত এই শিক্ষকের সৎকারের জন্য সোমবার বেলা ১১ টায় খোকসা কালীবাড়ি কেন্দ্রীয় মহাশ্বশানে আনা হয়। সেখানে তাকে শেষ বিদায় জানাতে অসংখ্য নারী পুরুষ জমায়েত হয়।

orc-dro-8-p2
মা অর্চনা সরকারকে সান্তনা দেবার চেষ্টা করছে স্বজনরা।

নিহত স্কুল শিক্ষকের বাবা শিবির সরকার জানান, ছেলে বিষয়টি জানানোর সাথে সাথে তারা প্রথমে এক ওঝার কাছে যায়। সেখান থেকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তারা কোন চিকিৎসা না দিয়ে ফরিদপুর রেফার্ডকরেন।

জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার প্রেমাংশু বিশ্বাস বলে, সাপেকাটা রোগীর যে চিকিৎসা তা উপজেলা পর্যায়ে নেই। এ কারণেই সাপেকাটা রোগীদের উন্নত চিকিসৎসার জন্য কাছ কাছি ভালো হাসপাতালে রেফার্ড করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান জানান, রোগীটি যখন হাসপাতালে আনা হয় তখন তার শরীরে বিষক্রিয়া কাজ করছিল। তার অবস্থা খুবই খারাপ ছিল বলে তিনি শুনেছেন।