মেগা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি মিস

0
35
Ronaldo-Dro-13-p-7-compressed
সংগৃহিত ছবি

লিটন জামান

দীর্ঘ বিরতি পরে কোপা ইটালিয়ার সেমিফাইনাল দিয়ে মাঠে ফিরলো ইটালিয়ার ফুটবলের অন্যতম সফল দুই দল। জমজমাট এই ম্যাচে মুখোমুখি হয় জুভেন্টাস এবং এসি মিলান।  জমজমাট ছিল ম্যাচটি কিন্তু পরিসমাপ্তি ঘটে গোল শূন্য ড্র দিয়ে।

জুভেন্টাসের তারকা ক্রিশ্চিয়ান রোনালদো একবার সুযোগ পেয়েছিলেন গোল করে দলকে এগিয়ে নেবার। কিন্তু সমর্থকদের হতাশ করে ম্যাচের একমাত্র পেনাল্টিটি মিস করেন তিনি। তবে ড্র করলেও প্রথম পর্বে এগিয়ে থাকার সুবাদে কোপা ইটালিয়ার ফাইনালে উঠলো জুভেন্টাস।

আরও পড়ুন

খোকসায় নতুন করে ১জন সহ মোট ১৩ জন করোনা শনাক্ত