galleryফটো গ্যালারি শাক কুড়ানি শিশুকাল জুন ১৮, ২০২০ 104 Share on Facebook Tweet on Twitter আষাঢ়ের জল জমা মাঠে কলমি শাক তুলতে ব্যস্থ শিশুরা। রাতের খাবারের সাথে ভাজি করা হবে এই শাক। খোকসার বশোয়া গ্রাম থেকে বৃহস্পতিবার বিকালে ছবিগুলো তোলা। উদোম শরীরে দল বেঁধে জলজমা জমি থেকে শাক তুলছে শিশুরা।