কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২ জন মাদক ব্যাবসয়ী আটক

0
31
সংগৃহিত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারী বাজারে র‌্যাব-১২ এর অভিযানে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন দৌলতপুরে সাপের কামড়ে মৃত্যু হলো স্কুল ছাত্রের

কুষ্টিয়া র‌্যাব-১২ কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার স্বজল কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিক্তিতে কাতলামারী বাজারে অভিযান চালিয়ে মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদকব্যবসায়ীরা হলো দৌলতপুর উপজেলার পিপুলবাড়ীয়া এলাকার হযরত আলীর ছেলে টুটুল (২২) এবং ছিলিমপুর এলাকার মাসুদ রানার ছেলে তৌফিক রানা সিয়াম (২০)। এ সময় তাদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।