শাহ আবদুল করিমের গান গাইলেন মৌসুমী

0
59
কন্ঠ শিল্পী মৌসুমী

দ্রোহ বিনোদন ডেস্ক

রিয়েলিটি শোয়ের মাধ্যমে সঙ্গীত জগতে প্রবেশ করলেও মৌলিক গান দিয়েই নিজের নাম প্রতিষ্ঠা করতে দৃঢ় সংকল্প আয়েশা মৌসুমী। সে লক্ষ্যে অনেকটা সফলও তিনি। তবে মাঝে মধ্যে ‘কভার সং’ও করেন এ গায়িকা। সে ধারাবাহিকতায় সম্প্রতি শাহ আবদুল করিমের গান কণ্ঠে তুলেছেন তিনি।

এ বাউল সম্রাটের জনপ্রিয় ১১টি গানের সমন্বয়ে ট্র্যাপ মিউজিকের সঙ্গে ফোক গানের একটি সংমিশ্রণ তৈরি করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন বলে জানিয়েছেন মৌসুমী।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

এ প্রসঙ্গে তিনি বলেন, শ্রদ্ধেয় শাহ আবদুল করিমের প্রতি ভালোলাগা থেকেই কাজটি করছি। আমি খুব বেশি আশাবাদী এবারের সংমিশ্রণটি নিয়ে।