খোকসায় করোনায় আরো এক জনের মৃত্যু

0
52
DROHO- cara-21-P2
গোলাম আলী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় হোক আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত মৃত বৃদ্ধি গোলাম আলী (৬৫) এর বাড়ি উপজেলার মোড়াগাছা গ্রামে। মঙ্গলবার রাতে নিজের বাড়িতে মারাযাওয়া বৃদ্ধসহ গত আট মাসে উপজেলায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত শুক্রবার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে গোলাম আলী করোনার নমুনা পরীক্ষা করায়। রবিবার রাতের দেওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। সেই থেকে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার রাতে বৃদ্ধের মৃত্যু হয়। বুধবার সকালে ইসলামী ফাউন্ডেশনের ৮ সদস্যের একটি দাফন দল মোড়াগাছা কবরস্থানে তার দাফন সম্পন্ন করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, গত আট মাসে উপজেলার প্রায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ১৪২ জন সুস্থ হয়েছেন। চারজন হোম আইসোলেশন রয়েছেন, বাঁকী চারজন মারা গেছেন।