মেহেরপুরে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

0
56
Cot-SHE-DROHO-29-P14
প্রতিকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএম আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন।

দণ্ড প্রাপ্তরা হলেন- এনামুল হক, জাহিদুল ইসলাম, আব্দুল বারী, রমজান আলী, মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন ও মিন্টু ইসলাম।তাদের বাড়ি উপজেলার করমদী গ্রামে।

যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদ- দেওয়া হয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি পিপি পল্লব ভট্টাচার্য তরুণ জানান, আসামিদের মধ্যে দুইজন মারা গেছেন এবং একজনকে আদালত খালাস দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১০ সালে সালের ১৪ জুন সকালে মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামের ব্যাবসায়ী আবু বক্কর শাহ বাড়ি থেকে বের হওয়ার পর করমদী মাঠের কাছে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

পরে নিহতের ছেলে শাহবুদ্দিন শাহ বাদি হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা করলে পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।