শৈলকুপায় ১২ আসামী গ্রেফতার

0
40
GRAFTER-droho-13-11-2020-p-3

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ১২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার এসব আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কাচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের জয়নুদ্দিন মন্ডলের ছেলে আবু আর রহমান, ত্রিবেনী ইউনিয়নের ত্রিবেনী গ্রামের বিল্লাহ, দুলাল সাহা, ধলরাহচন্দ্র ইউনিয়নের চরমালিথিয়া গ্রামের মৃত সুবোধ মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল ও একই এলাকার মৃত গৌর মন্ডলের ছেলে শ্রী সুবোধ মন্ডল, পৌর এলাকার মাঠপাড়া গ্রামের মৃত জিন্নাতুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউল শেখ, শরিফুল শেখের ছেলে রিপন শেখ, উপজেলার কাচেঁরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের মৃত আফজাল বিশ্বাসের ছেলে ইজাহার বিশ্বাস, হাকিম বিশ্বাস, একই গ্রামের হাকিম বিশ^াসের ছেলে লাল্টু বিশ্বাস।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার সকালে ঝিনাইদহ কোর্টে প্রেরন করা হয়েছে।