বৃদ্ধের সাথে কিশোরীর বিয়ে, জেল জরিমানা

0
61
FORIDPUR-droho-14-11-2020-p-10
প্রতীকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ফরিদপুরের সদরপুরে ৬০ বছরের বৃদ্ধ মোহাম্মাদ ফকির ১২ বছরের এক কিশোরীকে বিয়ে করেছেন। বৃদ্ধ বরসহ ৪ জনকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।

একাধিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার কনের বাড়িতে উপস্থিত হন। অভিযোগের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত বর মোহাম্মদ ফকিরকে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কনের মা ফাতেমা বেগমকে ছয় মাস এবং কনের নানা খবির ও নানী হালিমুনকে এক মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন। বৃদ্ধ বর মোহাম্মদ ফকির সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের মৃত কালু ফকিরের ছেলে।

কনের স্বজনরা জানান, এ বাল্যবিয়ের বিরোধিতা করেন কনের বাবা মোঃ হাবিব পেয়াদা। তবে তার স্ত্রী ফাতেমা গোপনে মেয়ের বিয়ে দেন। এরপর জামাই হিসেবে মোহাম্মদ ফকির শ্বশুরবাড়িতে গেলে কনের বাবা ও প্রতিবেশীরা তাকে আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করে।

ইউএনও পূরবী গোলদার বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনের ২০১৭-এর বিভিন্ন ধারায় এই দ- দেওয়া হয়। দ-িত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর গোপনে নোটারি পাবলিকের মাধ্যমে ১২ বছর বয়সী এ কনের সাথে ৬০ বছর বয়সী বৃদ্ধ মোহাম্মাদ ফকিরে বিয়ে হয়।