খোকসায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

0
53
Mural-khoksaDroho-6-p2

স্টাফ রিপোর্টার

রাতের আঁধারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খোকসায় বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ।

রবিবার দুপুরের উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ ঘুরে বাস ষ্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, যুগ্ন সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত, মুজাহিদুল ইসলাম বাবলু, সাহেব আলী, আব্দুল মালেক, সাকিব খান টিপু, বাপ্পী বিশ্বাস রাজু, খাইরুল ইসলাম, হাসানু জ্জামান প্রমুখ।

শুক্রবার দিনগত গভীর রাতে দুর্বৃত্তরা কুষ্টিয়া শহড়ের ৫ রাস্তার মোড়ে নির্মানাধিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যটি ভাংচুর করে। এ ঘটনার পর আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ফুসে উঠেছে।