খোকসা পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্টিত

0
54
KHOKSA-AL-DROHO-12-P-1

স্টাফ রিপোর্টার

খোকসা পৌরসভার আসন্ন নির্বাচন সামনে রেখে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পৌর ক্যাম্পাসে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী সদর উদ্দিন খান, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম তারিক।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, গোলাম মোস্তফা, এ্যাডঃ আকরাম হোসেন দুলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুণ গনি শেখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী সদর উদ্দিন খান তার বক্তব্যে বলেন, আসন্ন পৌর নির্বাচনে যারা দলীয় প্রতিক নৌকা ছিদ্রির পায়তারা করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, নৌকা স্টিলের তৈরী। খরকুটো দিয়ে নৌকা ছিদ্রি করা সহজ না। তাই ভুল না করার জন্যও তিনি আহবান জানান।