যশোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

0
34
JASHOR-DROHO-19-P5

যশোর প্রতিনিধি

যশোরে যাত্রীবাহী বাস উল্টে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

শনিবার বিকালে যশোর-মাগুরা মহাসড়কে হুদোরাজাপুর এলাকায় বিপরিত দিক থেকে আসা অপর একটি গাড়িকে সাইট দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিয়াশপুর গ্রামের শারাফাত হোসেনের ছেলে শাহীন (১৫) ও মনিরামপুরের সিংড়ার ইসমাইল হোসেনের ছেলে মাহাদী হাসান (১৮) বাস উল্টে ঘটনা স্থলেই নিহত হয়েছেন।

আহতদের মধ্যে তামিম হোসেন (২৫), শিমুল (৩২), আবদুল গফুর (৬০), আরাফাত হোসেন (৩), ইশান (৪), মনোয়ারা বেগম (৩৪), রবিউল ইসলাম (৪৫), আজিজ হোসেন (৫৭), নবীরুন নেছা (৪৪), রবীন্দ্রনাথ (২৮), আকিদুল (২৮) ও ভানু (৫৪) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত লোকাল বাসটি মাগুরা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল। বাসটি সদর উপজেলার হুদোরাজাপুর নামক স্থানে পৌঁছলে অপর একটি গাড়িকে সাইট দিতে গিয়ে রাস্তার নিচে নেমে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন আছেন। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।