ফটো গ্যালারি লোকালয়ে অতিথি পাখি ফেব্রুয়ারী ৫, ২০২১ 13 Share on Facebook Tweet on Twitter লোকালয়ে অতিথি পাখি শীতের অতিথি পাখিদের কলকাকোলীতে মুখরিত হয়ে উঠেছে খোকসা উপজেলা সদরের বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠ। অনেকটা লোকালয়ে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলে হাঁস প্রজাতির হাজার হাজার পাখি বসে এই মাঠে। উৎসুক জনতাও ভিড় করে।